আরও একবার একড়িকে মুগ্ধবাংলায় আনতে পেরে খুবই আনন্দিত। এবারের পর্ব "নেকড়ের দেশে" নামকরণ করার আগে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। বাংলা নেকড়ের ইংরেজী প্রতিশব্দ WOLF এর সঙ্গে সঙ্গে এই একড়ির গল্পে COYOTE নামের আরও একধরণের নেকড়ের উল্লেখ আছে। বস্তুত দুটোই নেকড়ে হলেও সামান্য তফাত রয়েছে। কয়োট নামক সরুমুখ নেকড়ে আকারে ছোট হয়, WOLF নেকড়ের চেয়ে কম হিংস্র। গুগলে আরও একটা দারুণ তথ্য পেলাম যা এই পর্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা হল-- WOLF সাধারণত মানুষজনকে এড়িয়ে চলে, অথচ COYOTE লোকালয়ের আশেপাশেও দেখতে পাওয়া যেতে পারে। তাই একড়ির গোষ্ঠীরা যখন নেকড়ের দেশে এলো, নেকড়েরা ওদের এড়িয়ে চললেও একড়ির গোষ্ঠীর একজন পুরাতন প্রতিশোধ নিতে নেকড়ের দলে এক খোঁড়া নেকড়ের তল্লাশ শুরু করে দিল। তার প্রতিশোধস্পৃহা তাকে যে দারুণ বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সেটা সে বুঝেও বুঝল না। একড়ি এই গল্পে তার পশুপাখির সঙ্গে কথা বলতে পারার ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই লোকটাকে ওই বিপদের হাত থেকে উদ্ধার করার চেষ্টা করে।